Friday, September 16, 2022

Kacher Manush Trailer :দেবের কাছের মানুষ কে প্রসেনজিৎ না ইশা ,মুক্তি পেল ‘কাছের মানুষ’ ছবির ট্রেলার

https://ift.tt/Ygedfpr


শনিবার মুক্তি পেল দেব-প্রসেনজিৎ জুটির পুজো রিলিজ ‘কাছের মানুষ’(Kacher Manush Trailer) -এর ট্রেইলার ।ছবির ট্রেলার শুরু হয়েছে বিকাশ রায় এবং অনুপ কুমার জীবন-মৃত্যুর কথা বলছেন। ছবিটি রাজেন তরফদার পরিচালিত ১৯৬৪ সালের ‘জীবন কাহিনি’ ছবির দৃশ্য সেটি। এর পরই শুরু ‘কাছের মানুষ’ ছবির গল্প। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য একটি ডেথ বেনিফিট ইনসিওরেন্স পলিসি করায় দেব। বীমার এজেন্ট প্রসেনজিৎ। পরিবারের জন্য বিপুল পরিমাণ অর্থ পেতে হলে, মরতে হবে হবে দেবকে। সেই মাফিক শুরু হয় প্ল্যানিং। রেললাইন বা রাস্তায় দুর্ঘটনা, জলে দুবে যাওয়া, বহুতল থেকে ঝাঁপ, ইত্যাদি বহু প্রয়াসই কার্যত ফেল!যদিও সব প্ল্যানই শেষমুহূর্তে ভেস্তে যায়।এমনই সময় দেবের জীবনে আসে ‘কাছের মানুষ’ ইশা। তারপর কি হয় তা নিয়েই মূলত ছবির গল্প ।

এর আগেও ‘জুলফিকর’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দেব -প্রসেনজিৎকে। ‘ককপিট’ ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আবারও একই ছবিতে তাঁরা! ছবির পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’- মূল চরিত্রেই রয়েছেন এই দুই তারকা। এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’ এবং ‘কে তুমি নন্দিনী’র মতো ছবি পরিচালনা করেছেন পরিচালক । ছবির কাহিনিকারও পথিকৃত।

কাছের মানুষ’-র সঙ্গীত পরিচালনা করছেন নীলায়ন চট্টোপাধ্যায় এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব পালন করবেন মধুরা পালিত।





Source link



from https://www.thetimesofbengal.com/kolkata-updates/kacher-manush-trailer-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/
via The Times of Bengal | An exclusive 24*7 daily news portal RSS Feed

No comments:

Post a Comment